নিন্দুকের মুখে ছাই দিয়ে আবার ৪২৬ কোটির আন্তর্জাতিক পুরষ্কার মমতা সরকারের ঝুলিতে! #Exclusive
বেঙ্গল এক্সপ্রেসঃ পঞ্চায়েত ভোট নিয়ে বিতর্ক চরমে, তখনি এল সুখবর। পঞ্চায়েতে ভাল কাজের জন্য পুরস্কার পেল রাজ্য। বিশ্বব্যাংকের প্রায় ৪২৬ কোটি টাকার অনুদান পাচ্ছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। জানা গিয়েছ, পঞ্চায়েতে কোন রাজ্য কেমন কাজ করছে তা নিয়ে একটি সমীক্ষার চালায় বিশ্বব্যাংক।
প্রায় দশটি বিষয়ের উপর চোখ রেখে চলে এই সমীক্ষা। সেখানেই ভাল ফল রাজ্যের। পঞ্চায়েত ব্যবস্থা আধুনিকীকরণ ও জনগণের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত দারুণ কাজ করেছে। প্রায় দু-হাজারেরও বেশি পঞ্চায়েতের উপর এই সমীক্ষা চালানো হয়। তারপরই প্রথম হিসেবে বেছে নেওয়া হয় মহেশতলার একটি পঞ্চায়েতকে।
দ্বিতীয় স্থানে আছে আলিপুরদুয়ারের একটি পঞ্চায়েত। তৃতীয় স্থানে শিলিগুড়ির একটি পঞ্চায়েত। প্রতিটি পঞ্চায়েতকে পঞ্চাশ লক্ষ টাকার বেশি অর্থমূল্যের অনুদান দেওয়া হবে। ভাল কাজের নিরিখে বিশ্বব্যাংকের থেকে মোট ৪২৬ কোটি টাকার অনুদান পাচ্ছে রাজ্য সরকার।
Leave a Comment