ক্যান্সার আক্রান্ত শুক্লা দেবীর চিকিৎসার জন্যে ঋতব্রতর লড়াই। সাংসদের তৎপরতায় মিলল ১লক্ষ ২৫ হাজার।


নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যসভার ইতিহাসে তিনি শ্রেষ্ঠ পার্ফমারদের মধ্যে অন্যতম। পিছনে ফেলেছেন বাঘা বাঘা হেভিওয়েটদের। প্রাক্তন দল কিছুদিন আগে বহিষ্কার করলেও নিজের কাজ থেকে একবিন্দু পিছপা হননি তিনি। ঘাটতি পড়েনি রাজ্যসভায় উপস্থিতি বা প্রশ্নের হারে। তিনি সিপিআইএমের প্রাক্তন তরুন তুর্কি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ এবং অভিনন্দন প্রাপ্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পোশাক আসাক, চাল চলন কমিউনিস্ট সুলভ নয় বলে প্রাক্তন দলেন অন্দরে বহুবার বিদ্ধ হয়েছেন একদা, হারিয়েছেন দলের প্রতীক। কিন্তু তাঁকে কি? ঢেঁকি সর্গে গেলেও ধান ভাঙে তাঁর প্রমাণ আবার দিলেন ঋতব্রত। কিছুদিন আগে সাংসদ জানতে পারেন কল্যাণীর বাসিন্দা ক্যান্সার আক্রান্ত শুক্লা মজুমদারের কথা। চিকিৎসা করানোর মত পর্যাপ্ত অর্থের সংস্থান নেই শুক্লার পরিবারের।

 খবর পাওয়া মাত্র উদ্যোগ নেন তরুন 'ইন্ডিপেন্ডেন্ট' সাংসদ! শুক্লার চিকিৎসার জন্যে আর্থিক সাহায্য চেয়ে লিখলেন চিঠি প্রধানমন্ত্রীর দপ্তরে। এবং আদায় করে আনলেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা। প্রধানমন্ত্রী ন্যাশানাল রিলিফ ফান্ড থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে শুক্লা দেবীর চিকিৎসার জন্য।
এখানেই প্রশ্ন ওঠে পোশাক আসাকে কমিউনিস্ট হওয়ার থেকে ভালো নয় কি নীরবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো? ঋতব্রত বন্দোপাধ্যায় জানিয়েছেন
রঙ না দেখে বাংলার মানুষের পাশে দাঁড়ানোই সবথেকে বড় আদর্শ বলে আমি মনে করি। আমার যতটুকু ক্ষমতা তা দিয়ে মানুষের পাশে থাকাই আমার রাজনীতি!"

No comments

Powered by Blogger.