লছিপুর দিশা জনকল্যাণ কেন্দ্রের ২৪ তম প্রতিষ্ঠা দিবস পালন করলো পুলিশ প্রশাসন


লছিপুর দিশা  জনকল্যাণ কেন্দ্রের ২৪ তম প্রতিষ্ঠা দিবস পালন করলো পুলিশ প্রশাসন।আজ থেকে ২৪ বছর আগে তৎকালিন পুলিশ আধিকারিক লছিপুর যৌনপল্লীতে বসবাস করা যৌনকর্মীদের বাচ্চাদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য এবং ঐ এলাকার পরিবেশ থেকে বাচ্চাদের শিক্ষীত করার উদ্দেশে স্থাপন করা হয়েছিল দিশা জনকল্যান কেন্দ্র।পুলিশ প্রশাসন এলাকায় বসবাসকারী বাচ্চাদের পড়ার সামগ্রী,চিকিৎসার ব্যাবস্থা করার দায়িত্ব নিয়েছিল।প্রত্যেক বছর ১ লাবৈশাখের দিন নিয়ামাতপুর ফাঁড়ী দিশা জনকল্যান কেন্দ্রের প্রতিষ্ঠা দিবস পালন করে।
আজ নিয়ামাতপুরের লছিপুর দিশা জন কল্যান কেন্দ্রের প্রতিষ্ঠা দিবসে এলাকার বাচ্চাদের মধ্যে স্কুলের ইউনিফর্ম,পঠনের সামগ্রী বিতরন করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসিপি ( পশ্চিম), কুলটি থানার আই সি, নিয়ামাতপুর ফাঁড়ীর ওসি রা এবং স্থানীয় জন প্রতিনিধি ও বিভিন্ন সম্মানিত ব্যাক্তিরা।

No comments

Powered by Blogger.