রেল-কে পরিকল্পনা বেচলেই মিলবে ১০ লক্ষ টাকা!

 বেঙ্গল এক্সপ্রেসঃ রেল-এর পুনর্গঠনের জন্য এক অভিনব প্রতিযোগিতা আনা হল এবার। পরিষেবা দিতে কি উপায়ে রেলের জন্য টাকা তোলা যাবে, সেই বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে ভারতীয় রেল। নতুন আনা এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে 'জন ভাগীদারি'।
আপনি যদি এই প্রতিযোগিতায় অংশ নিতে চান তাহলে পাঠান প্র্যাকটিক্যাল আইডিয়া। এমন পরিকল্পনা যার সাহায্যে টাকা তুলতে পারবে রেল। এই প্রতিযোগিতায় প্রথম নির্বাচিত হবেন যিনি তাঁকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে,  ঘোষণা করেছে রেল।
দেখে নিন এই প্রতিযোগিতার খুঁটিনাটি-
প্রথম পুরস্কার- ১০ লক্ষ টাকা,
দ্বিতীয় পুরস্কার ৫ লক্ষ টাকা,
তৃতীয় পুরস্কার ৩ লক্ষ টাকা,
চতুর্থ পুরস্কার ১ লক্ষ টাকা
প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে https://www.innovate.mygov.in -এ গিয়ে ক্লিক করতে হবে।
এই ওয়েবসাইটে অংশগ্রহণকারীর রেজিস্ট্রেশন ফর্ম এবং এন্ট্রি সাবমিশন ফর্ম পূরণ করতে হবে। এবার অংশগ্রহণকারী একটি কনফার্মেশন ইমেল পাবেন।
২০১৮-র ২০ মার্চ হিসেবে প্রতিযোগীর বয়স হতে হবে ন্যূনতম ২০ বছর।
তবে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না রেলের কর্মীরা।

No comments

Powered by Blogger.