শিশু মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে সুপারের দ্বারস্থ অভিভাবকেরা.......


আসানসোলঃ—রানিগঞ্জের শালডাঙা ভগৎ পাড়া নিবাসী মিথিলেশ পাণ্ডের আট মাসের কন্যা সন্তান খুশি পাণ্ডে গত ১১তারিখের সকালে খাট থেকে পড়ে গিয়ে মাথায় চোট পেলে,তাকে রানিগঞ্জের প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷সেখানে অবস্থা সঙ্কটজনক বুঝে তাকে আসানসোল জেলা হাসপাতালে রেফার করা হয়৷খুশি পাণ্ডের বাবা খুশিকে সেই দিনেই আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসলে ডঃ আয়ূষ বিন্দালের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়৷তবে বিগত দিন গুলিতে চিকিৎসায় খুশির কোনো প্রকার উন্নতি না হওয়ায় খুশির বাবা কাকা সিটি স্ক্যানের আর্জি ও অন্যত্র রেফারের আবেদন তোলে৷কিন্তু চিকিৎসাধীন ডাক্তার আবেদনে বিশেষ সাড়া দেননি৷শেষে গত শনিবার সন্ধ্যায় খুশিকে অন্যত্র রেফারের আবেদন মঞ্জুর করা হয়৷রবিবার সকালে খুশির অভিভাবকেরা খুশি কে চিকিৎসার জন্যে অন্যত্র নিয়ে যাবার জন্যে এসে জানতে পারে খুশি ভোররাতে মারা গেছে৷এরপরেই খুশির অভাভাবকেরা ক্ষোভে ফেটে পড়ে ও চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলে৷এ বিষয়ে তারা জেলা হাসপাতালের সুপারের হস্তক্ষেপ দাবি করে চিকিৎসার পূর্ণাঙ্গ রিপোর্ট চায়৷এবং আসানসোল দঃ থানায় অভিযোগও দায়ের করতে চায়৷পাশাপাশি খুশির মৃত্যুর প্রকৃত কারণ জানতে খুশির দেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়৷

No comments

Powered by Blogger.