দলীয় প্রার্থীদের উপর ভরসা নেই বিজেপি-র! গীতা ছুঁইয়ে মনোনয়ন প্রত্যাহার না করার শপথ!
দ্যা বেঙ্গল এক্সপ্রেসঃ মনোনয়ন পর্বের পালা গিয়েছে, তৃণমূলের পর মনোনয়ন পত্র জমা দেওয়ার ব্যাপারে বিজেপি পেয়েছে দ্বিতীয় স্থান। বাম - কংগ্রেস যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ। শাসক দল মনোনয়ন পর্বে সন্ত্রাস করেছে এই অভিযোগ নিয়ে একাধিক বিরোধী দল গিয়েছে হাইকোর্ট এবং সর্বোচ্চ আদালতে। চলছে মামলা।
কিন্তু রাজ্যে বিরোধীরা পড়েছে অদ্ভুত সঙ্কটে! মনোনয়ন পর্ব মেটার পর এবার চলছে মনোনয়ন প্রত্যাহারের পর্ব! বিশেষ করে বিজেপির ক্ষেত্রে একাধিক যায়গায় প্রার্থীরা চাইছেন মনোনয়ন তুলে নিতে! সঙ্কটে ভোট কনভেনর মুকুল রায় সহ বিজেপির নেতৃত্ব! তাই এবার অভিনব পন্থা নিয়েছে বিজেপি। পূর্ব মেদিনীপুরের রামনগর-১ নম্বর ব্লকের প্রত্যেক বিজেপি প্রার্থীদের গীতা ছুঁইয়ে শপথ করানো হল যাতে তাঁরা নোমিনেশন প্রত্যাহার না করে! কিন্তু কেন এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে ?
বিজেপি ব্লক সভাপতি বলেন মনোনয়নের প্রথম দিন থেকে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে প্রার্থীরা ভয় পেয়েছে। প্রতিদিনই হুমকির পাশাপাশি টাকার টোপ দেওয়া হচ্ছে। তাই আর ভরসা করা যাচ্ছে না! কেউ কোনও কিছুর কাছে যাতে মাথা নত না করেন এবং মনোনয়ন প্রত্যাহার না করেন, তাই এই ব্যবস্থা।
অন্যদিকে পুর্ব মেদিনীপুর জেলার তৃণমুল সহ সভাপতি সেখ সুফিয়ান বলেন, বিজেপি রাজনীতি করে ধর্মের উপরে ভিত্তি করে। আর সেই কারণেই ধর্মের ভয় দেখিয়ে ভোটযুদ্ধ পার হতে চাইছে তারা।
Leave a Comment