জমি বিবাদকে কেন্দ্র করে খুন হলেন তৃনমূল বুথ সভাপতি।
জমি বিবাদকে কেন্দ্র করে খুন হলেন তৃনমূল বুথ সভাপতি। গুলিতে আহত আরও এক। দুস্কৃতীরা বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে খুন করল বুথ সভাপতি ফাজিল হক কে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার গতি গ্রামপঞ্চায়েতের মাধোপুরা গ্রামে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় মাধোপুরা গ্রামে। ঘটনাস্থলে গোয়ালপোখর থানার বিশাল পুলিশবাহিনী।
গোয়ালপোখর থানার গতি গ্রামপঞ্চায়েতের মাধোপুরার বাসিন্দা মহম্মদ জফিলের পাঁচ কাঠা জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। এলাকারই বাসিন্দা আকবর, সাদ্দাম ও কোহিবুর হোসেন জফিলের ওই জমি দখল করতে চায়। এদিকে জমির মালিক মহম্মদ জফিল ভিনরাজ্যে কাজে রয়েছেন। সেই সুযোগ নিয়ে আজ আকবরেরা ওই জমিতে ঘর তৈরি করতে গেলে জফিলের প্রতিবেশী ফাজিল হক পুলিশকে খবর দিয়ে দেয়। পুলিশ এসে ঘর তৈরির সব সামগ্রী তুলে নিয়ে চলে যায়। এই ঘটনার পরেই আকবর ও তার সঙ্গীরা ফাজিল হকের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে হত্যা করে তাকে। তাদের ছোড়া গুলিতে আহত হন ফাজিল হকের ভাই মহম্মদ হাবিব। তৃনমূল নেতা খুনের ঘটনায় গোয়ালপোখর থানার গতি গ্রামপঞ্চায়েতের মাধোপুরা গ্রামে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। দুষ্কৃতিদের তল্লাশি শুরু করেছে।
Leave a Comment